ডাকাত গাড়ির মাঠ
ডাকাত গাড়ি নাম টা শুনতে যতটা মজাদার, জায়গা টা ততটাই মনোরম। মাঝদিয়া স্টেশন থেকে 6 কিলোমিটার এর মধ্যে আসননগর এর পথে পড়ে ডাকাত গাড়ির মাঠ। Station থেকে মাঠের রাস্তা সারি বাধা গাছে ঢাকা পথ। পথেই পড়ে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্টিত শিবনিবাস। ডাকাত গাড়ির মাঠ অঞ্চলের প্রধান কৃষি ক্ষেত্র। পুরো মাঠটা সবুজে ঢাকা, যেনো জলছবি। আর মাঠের প্রাণ মায়ের মন্দির। কথিতে আছে আগে মাঠটা ডাকাতির জন্য এলাকায় ভয়ের কারণ ছিল, ফাঁকা মাঠের ব্রিজের নিচে থাকতো ডাকাতের দল। আর সেখান থেকেই মাঠের নাম ডাকাত গাড়ির মাঠ। মন্দির মাঠে এনেছে শান্তির আশীর্বাদ ও এলাকায় এনছে সমৃদ্ধি। মা এখানকার খুব জাগ্রত তাই সারা বছর ভক্তদের আনাগোনা লাগেই থাকে। যতদূর চোখ যায় মাঠ আর তার মাঝেই শান্তির ঠিকানা এই মন্দির।গ্রীষ্মকালের তীব্র গরমে এটাই পথ চারীদের জিরিয়ে নেওয়ার স্থান। যদিও আদি কালের এই ব্রিজ আজ ভগ্ন দশায়, টন টন ভর্তি গাড়ীর চাপে জীর্ণ আজ। পাখিদের জন্য স্বর্গ এই মাঠটা। ডাকাটগাড়ির মাঠ এলাকায় মানুষের একটুকরো শান্তির আশা। ভক্ত দের ভক্তি, মাঠের ফসল এলাকায় দেয় সমৃদ্ধি আচার পথচারীদের দূষণ হীন এক টুকরো সবুজের স্পর্শ।
মনোরম গাছে ঢাকা পথ এই এলাকার বিশেষ সুন্দর্য , চারিদিকে সবুজ গাছেরসারি আর তার মাঝে এই মন্দির । চারিপাশ বিল আর ছোট পুকুরের সমাবেশ থাকায় এলাকার মানুষের মাছ ধরার নেশায় বেশ সুবিধা করে এই মাঠ।
0 Comments