Slider Widget

Ranaghat Siddheswari Kali Mandir- সিদ্ধেশ্বরী কালী মন্দির

Siddheswari_Kali_ Mandir
Maa Siddheswari 

রানাঘাটের সবথেকে পুরনো এবং ঐতিহ্য পূর্ণ হল সিদ্ধেশ্বরী কালী মন্দির l রানাঘাটের এই সিদ্ধেশ্বরী তলা রানা ডাকাত প্রতিষ্ঠা করেছিলেন যার নাম অনুযায়ী পরবর্তীতে রানাঘাট নামটি এসেছে. রানা ডাকাত মায়ের কাছে পুজো দিয়ে তবে নাকি ডাকাতি করতে বের হতেন ওই মন্দিরের নরবলি ও সে দিত এই মন্দির থেকে কিছু দূরে একটি খাল ছিল বাজকুল নামক হাল রানা ডাকাত ওই খাল দিয়ে আসাদ ব্যবসায়ীদের মালপত্র লুট করত l কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে দেখেন সিদ্ধেশ্বরী মা, রানা ডাকাত যাকে পূজা করতেন তিনি আজ অনাবৃত হয়ে পড়ে আছেন তিনি তৎক্ষণাৎ মন্দিরের মূর্তি নির্মাণ করার জন্য যশোর থেকে পূজিতা সেবিকাদের আসার ব্যবস্থা করেন l

Siddheswari_Kali_ Mandir

এরপর ব্রিটিশ রাজত্বকালে ওই মন্দিরে কোন একজন ব্রিটিশ প্রাণভরে আশ্রয় নেন ধর্ম হিন্দু না হওয়ায় মন্দিরও চুপ হয়ে গেলে কিছু সংস্কারাচ্ছন্ন মানুষ সেই মন্দিরের মূর্তি বিসর্জন দেন এবং মন্দিরটিও ভেঙে ফেলেন l এরপর কথিত আছে বালানন্দ স্বামী মহারাজের শিষ্য ভোলানাথ ভট্টাচার্য গুরুর আদেশ বারানসি থেকে মায়ের কষ্টি পাথরের মূর্তি আনেন এবং পুজো শুরু করেন

Siddheswari_Kali_ Mandir
200 বছরের পুরনো এই মূর্তির উচ্চতা 3 হাত যেখানে শ্বেতপাথরের মহাদেবের মূর্তি রয়েছে এখানে মায়ের নিত্য আরাধনার পাশাপাশি বাসন্তী পুজো খুব ধুমধাম হয়ে থাকে এই সময় মন্দির প্রাঙ্গণে মেলা বসে l

দিন যাওয়ার সঙ্গে সঙ্গে মৈত্রীর মন্দিরটি নিজের ঐতিহ্য বজায় রেখে আরো সুন্দরভাবে সেজে উঠেছে এই মন্দিরটি এলাকায় সুখ শান্তি এবং আশীর্বাদ বয়ে এনেছে l

👉 MY VLOG IN MANDIR





Post a Comment

0 Comments